শেরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে মেয়েটির বাবার মামলায় অভিযোগ করা হয়।
মামলায় আসামি আব্দুল কুদ্দুস (৪২) মনকান্দা গ্রামের প্রয়াত আব্দুল করিমের ছেলে।
শিশুটির বাবা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে শেরপুর সদর থানায় মামলাটি দায়ের করেছেন। ঘটনার পর থেকে কুদ্দুস পলাতক রয়েছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল জানান, শিশুটির মা নেই। বাবা অটোরিকশা চালক। প্রতিদিনের মতো শিশুটিকে বাড়িতে রেখে বাবা অটোরিকশা নিয়ে শেরপুর শহরে যান। শিশুর দাদি ও ভাই কাজে বের হয়ে যান।
“শিশুটি বাড়ির আঙিনায় বৃহস্পতিবার দুপুরে খেলাধুলা করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কুদ্দুস শিশুটিকে ভুলিয়ে-ভালিয়ে তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করেন।”
ওসি বলেন, পরে শিশুটি কুদ্দুসের ঘর বের হয়ে কান্নাকাটি করলে স্বজন ও আশেপাশের লোকজন কান্নার কারণ জিজ্ঞাসা করে এবং শিশুটি তখন ঘটনাটি জানায়।
“এ সময় আব্দুল কুদ্দুসকে স্থানীয়রা আটক করলে তার শাশুড়ি ও অন্যান্য স্বজনদের সহায়তায় সে পালিয়ে যায়।”
শিশুটিকে রক্তাক্ত জখম অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলা দায়ের পর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানান।