বেনাপোল বাজারে মরা গরুর মাংস বিক্রি করছিলেন ২ ভাই

জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2022, 12:40 PM
Updated : 13 Nov 2022, 12:40 PM

যশোরের বেনাপোলে মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই ভাইকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

রোববার দুপুরে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় মানিক (৪২) নামের এক মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং তার ভাই আলমকে (৪০) এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে বেনাপোল পোর্ট থানার এসআই বখতিয়ার রহমান জানান।

বেনাপোল পৌরসভার স্যানেটারি ইন্সেপেক্টর রাশিদা খাতুন বলেন, “মরা গরুর মাংস বিক্রির গোপন সংবাদে বেনাপোল বাজারের মাংসপট্টিতে অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ। এ সময় মানিক ও তার ভাই আলমকে আটক করা হয় এবং মরা গরুর মাংসও জব্দ করা হয়।

“বিষয়টি তাৎক্ষণিক সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসান।”

সহকারী কমিশনার ফারজানা ইসলাম বলেন, “অভিযুক্ত মানিক কসাই প্রাথমিকভাবে তার অপরাধ স্বীকার করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মরা গরুর মাংস নিয়ে আসার কারণে মানিকের সহোদর আলম কসাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।”