দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
Published : 16 Mar 2023, 12:19 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাস চাপায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল-পটুয়াখালি মহাসড়কের শিমুলতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান।
নিহত তমাল ভট্টাচার্য (১৬)স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকেরকাঠি গ্রামের মিলন ভট্টাচার্যের ছেলে।
অপর নিহত ভ্যানচালক মো. আকাশ (৩৫) নলছিটি উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আতাউর রহমান বলেন, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি সামনের দিক থেকে ভ্যানগাড়িটিকে চাপা দেয়। একই সময় রাস্তা পার হতে যাওয়া স্কুলছাত্রটিও বাস চাপা পড়ে।
“এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক ও স্কুলছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়।”
এদিকে দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করেন নিহত স্কুল ছাত্রের সহপাঠী, শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা স্পিড ব্রেকার নির্মাণসহ নিরাপদ সড়কের দাবি জানান।
প্রায় এক ঘণ্টা পর তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওসি আতাউর।
তিনি আরও জানান, পুলিশ ঘাতক বাসটিকে বাকেরগঞ্জ উপজেলা থেকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।