সুনামগঞ্জে সেতু থেকে পড়ে দশম শ্রেণির এক ছাত্রী মারা গেছে। মেয়েটি পা পিছলে নিচে পড়ে যায় বলে সঙ্গে থাকা নিহতের বান্ধবী জানালেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
বৃহস্পতিবার দুপুরে শহরের আব্দুজ জহুর সেতুতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।
নিহত জেসমিন আক্তার তানজিম সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার রোহাবুর রহমানের মেয়ে। সে সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বৃহস্পতিবার স্কুল থেকে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট দিয়ে তারা ওই সেতুতে বেড়াতে যায় বলে মেয়েটির বান্ধবী ইমা জানায়।
ইমা বলেন, “আমরা পরীক্ষা শেষে সেতুতে বেড়াতে এসেছিলাম। এ সময় সে (জেসমিন আক্তার) রেলিংয়ে উঠে যায়। আমি তার হাত ধরে রেখেছিলাম; সে আমাকে হাত ছাড়তে বলল। আমি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যায়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার করে।
মেয়েটি নিচে পড়ে যাওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, “দুপুরে খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। দমকল বাহিনীর সঙ্গে পুলিশও উদ্ধার অভিযানে নামে। দুপুর ২টার দিকে আমরা তার মৃতদেহ উদ্ধার করি।”
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।