বরিশালে ইটভাটায় অভিযান, মালিক কারাগারে

ভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2023, 01:59 PM
Updated : 24 Feb 2023, 01:59 PM

বরিশালের বাবুগঞ্জে জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় অবৈধ এক ইটভাটার মালিককে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে উপজেলার মেসার্স রাজ ব্রিকস নামের ওই ভাটায় অভিযান চালানো হয় বলে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী হাকিম মো. আব্দুল হালিম জানান।

তিনি বলেন, অভিযানে অবৈধভাবে ভাটা চালানোর অপরাধে এর মালিক আবু বক্কর সিদ্দিককে (৫৫) ২০ লাখ টাকা জরিমানা করা হয়। যা অনাদায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাবাসে থাকার সাজা দেওয়া হয়।

“টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আবু বক্কর সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে।”

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক জানান, এ ছাড়া ফায়ার সার্ভিসের মাধ্যমে ওই ভাটার আগুন নিভিয়ে ফেলা হয়। অপর একটি ইটভাটার চিমনি, আরেকটির করাতকল ও প্লাস্টিকের মল্ডিং মেশিন ধ্বংস করা হয়েছে। অভিযানে বিমানবন্দর থানা পুলিশ ও বাবুগঞ্জ ফায়ার সার্ভিস সহায়তা করে।