প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’, বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামলাটি করেন বলে ওসি ফারুক হোসেন জানান।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 10:11 AM
Updated : 22 May 2023, 10:11 AM

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, রোববার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে থানায় মামলা হয়েছে।

“সন্ত্রাস দমন আইনে উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।”

ওসি আরও বলেন, “পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

Also Read: রাজশাহীতে প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’, নেত্রকোণায় মামলা

গত শুক্রবার বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বলে আওয়ামী লীগ থেকে অভিযোগ উঠে। এর প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভের ডাক দেয় ক্ষমতাসীন দলটি। সোমবার একই অভিযোগে নেত্রকোণা আদালতে আরেকটি মামলা হয়েছে। ওই মামলাতেও বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আসামি করা হয়েছে।

রাজশাহীর মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, “ওই দিন শিবপুরে আবু সাইদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা কোনো আওয়ামী লীগের নেতা-কর্মী মেনে নিতে পারবেন না। তিনি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। অবিলম্বে তার গ্রেপ্তার চাই।”

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু সাইদ চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী আওয়ামী লীগ। সংগঠনটি উপজেলা ও জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগ আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিকালে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে।