গত ১১ সেপ্টেম্বর সংসদ সদস্য সাজেদা চৌধরীর মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
Published : 05 Nov 2022, 07:37 PM
ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সদ্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী জয়ী হয়েছেন ।
শনিবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
নগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মোট ১২৩টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়; যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।
হাবিবুর রহমান জানান, নির্বাচনে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী জয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
এ আসনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৪৭২। এর মধ্যে ভোট দিয়েছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোট প্রদানের হার ২৬ দশমিক ২৭।
গত ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক উপনেতা সাজেদা চৌধরীর মৃত্যু হয়। ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। ২৫ সেপ্টেম্বর নির্বচানের তফশিল ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
ভোট চলছে ফরিদপুরে, ভোটার উপস্থিতি ‘কম’