লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানায়।
Published : 21 Apr 2024, 04:16 PM
পাবনায় অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের সিংগা বাইপাস এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি রওশন আলী জানান।
নিহতরা হলেন- পাবনা শহরের শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার শামসুল ইসলামের ছেলে অটোরিকশা চালক দুখু ইসলাম এবং একই এলাকার মৃত দরবেশ আলীর ছেলে ওই অটোরিকশার যাত্রী রমজান আলী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি রওশন বলেন, রাতে একটি অ্যাম্বুলেন্স রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা পাবনার টার্মিনাল অভিমুখী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক দুখু মিয়া ও যাত্রী রমজান আলী গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।