দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
Published : 04 Feb 2024, 04:58 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে; এ ছাড়া দায়িত্বে অবহেলায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।
মঙ্গলবার সকালে পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর সাদিক চৌধুরী জানান।
অব্যাহতি দেওয়া শিক্ষকরা হলেন- কলিমহর জহুরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক স্বপন মণ্ডল এবং পাংশা আইডিয়াল গার্লস কলেজ প্রভাষক তাসনিমা খানম।
ইউএনও বলেন, ওই কলেজে কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]