বরিশালে বিএম কলেজ শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ

থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ওই শিক্ষকের ভাই।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2022, 03:44 PM
Updated : 10 Dec 2022, 03:44 PM

বরিশাল নগরীতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

শনিবার সকালে নগরীর বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান। 

আহত মো. মওদুদ আহম্মেদ (৪০) ওই কলেজের দর্শন বিভাগে সহকারী অধ্যাপক। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ওই শিক্ষকের ভাই আনোয়ার হক। 

তিনি জানান, নগরীর বৈদ্যপাড়া এলাকায় তার ভাই জমি ক্রয় করেছেন। ওই জমিতে থাকা নারকেল গাছ কাটা হচ্ছিল। এ সময় প্রতিপক্ষ মোয়াজ্জেম, শাহাদাত, দেলোয়ার, মোয়াজ্জেমের স্ত্রী, ছেলে রিফাত ও মেয়ে হামলা করেন। হামলাকারীরা দা দিয়ে তার ভাইয়ের মাথায় কুপিয়ে জখম করে। 

খবর পেয়ে স্বজনার গিয়ে উদ্ধার করে মওদুদ আহম্মেদকে হাসপাতালে ভর্তি করেন।

ওই শিক্ষকের স্ত্রী বলেন, “আমার স্বামী মোয়াজ্জেমের বোনদের জমি ক্রয় করেছেন। এ নিয়ে স্বামীর ওপর তারা ক্ষুব্ধ ছিল।”  

ওসি আজিমুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের একটি ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।