পুলিশ ও স্থানীয়রা বলছেন, পথে আগে থেকে ওঁৎপেতে থাকা ‘প্রতিপক্ষ’ ভাই-বোনের ওপর হামলা চালায়।
Published : 29 Jan 2024, 10:42 AM
মাদারীপুরের কালকিনিতে ‘পূর্ব শত্রুতার জেরে’ ভাই-বোনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
রোববার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে কালকিনি থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান।
আহতরা হলেন- ওই ইউনিয়নের মধ্য লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত জব্বার আলী সরদারের ছেলে মিরাজ সরদার (৪০) ও তার বড়বোন আমিরন বেগম (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, রোববার সন্ধ্যায় নিজেদের জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিরাজ ও আমিরন। পথে আগে থেকে ওঁৎপেতে থাকা ‘প্রতিপক্ষ’ ভাই-বোনের ওপর হামলা চালায়।
স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষ দুজনকেই এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যান হামলাকারীরা।
আহতদের উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”