ফরিদপুরে মধুমতির ভাঙন এলাকায় সরকারের প্রতিনিধি দল

ভাঙনের ঝুঁকি থেকে বীরশ্রেষ্ঠ জাদুঘর ও গ্রাম রক্ষার জোর দাবি জানান স্থানীয়রা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 12:10 PM
Updated : 18 March 2023, 12:10 PM

ফরিদপুরের মধুমতি নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলটি মধুখালী উপজেলার কামারখালি ও সালামতপুর এবং আলফাডাঙ্গার বাঁশতলা, দিগনগর খেয়াঘাটসহ ভাঙনকবলিত বিভিন্ন ভিভিবিতকবক এলাকা পরিদর্শন করে। 

পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব একেএম ফজলুল হকের নেতৃত্বে এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, অতিরিক্ত সচিব ছায়েদুজ্জামান, যুগ্ম সচিব অঞ্জন কুমার দেব রায়, পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.

সাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রফিকুল হক ছিলেন।

এ সময় পরিকল্পনা কমিশনের সচিব একেএম ফজলুল হক বলেন, “মধুমতির ভাঙনের বাস্তব অবস্থা খুবই ভয়াবহ৷ বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য একটি প্রকল্প জমা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এলাকার মানুষের বাড়িঘর, ফসলি জমি, স্কুল-কলেজ এমনকি সরকারের আশ্রয়ণ প্রকল্প ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা সেটি দেখতেই আজ সরেজমিনে এসেছি।” 

এ সময় ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। 

এর আগে প্রতিনিধি দলের সদস্যরা সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

বীরশ্রেষ্ঠ’র বোন হাজেরা বেগমসহ অন্যরা ছিলেন।

ভাঙনের ঝুঁকি থেকে বীরশ্রেষ্ঠ জাদুঘর ও তার গ্রাম রক্ষার জোর দাবি জানান স্থানীয়রা। 

এ ছাড়া দুপুরে আলফাডাঙ্গার পাচুরিয়া ইউনিয়নের বাঁশতলা এলাকায় ভাঙনকবলিতদের কথা শুনেন প্রতিনিধি দলের সদস্যরা। গ্রামবাসী এ সময় প্রতিবছর মধুমতির ভাঙনে তাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেন।