নারায়ণগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 03:05 PM
Updated : 12 Nov 2023, 03:05 PM

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোদনাইলে চাষাঢ়া-শিমরাইল সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মোস্তফা বলেন, “দুপুর থেকে নাফ পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। সন্ধ্যার দিকে বাসটিতে আগুন লাগলে স্থানীয়রা থানায় খবর দেয়।

“বাসটিতে কীভাবে আগুন লেগেছে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণেও আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।”

বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এর আগে শনিবার রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা লাব্বাইক ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।