ঝিনাইদহে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের দায়ে ৩ যুবকের ফাঁসি

ফাঁসির আদেশের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 10:51 AM
Updated : 15 May 2023, 10:51 AM

ঝিনাইদহে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের দায়ে তিন যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে ট্রাইট্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) বজলুর রহমান জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ পৌর এলাকার বাদশা মিয়া (২৫), রুহুল আমিন (২৫) এবং মন্নু মিয়া (২৪)।

মামলার বরাতে পিপি বজলুর রহমান জানান, ২০১৯ সালের ১২ অগাস্ট সদর উপজেলার ওই স্কুলছাত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে সে বাড়ির পাশে খুঁজতে যায়।

“সে সময় বাদশা মেয়েটির মুখে রুমাল গুঁজে পাশের একটি আম বাগানে নিয়ে যায়। পরে সেখানে রুহুল আমিন ও মনু মিয়াকে ডেকে আনেন বাদশা।

“পরে মেয়েটিকে ধর্ষণ করে স্থানীয় একটি পার্কের ঘরে আটকে রাখেন তারা। রাত ১২টার মেয়েটিকে ছেড়ে দেওয়া হলে, সে বাড়ি পৌঁছে ঘটনাটি পরিবারকে খুলে বলে।”

পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

আইনজীবী বজলুর আরও জানান, আসামি রুহুল আমিন ও মনু মিয়া দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। এ ছাড়া ধর্ষণের শিকার মেয়েটির ডিএনএ পরীক্ষায় আসামিদের নমুনা পাওয়া যায়।

তদন্ত শেষে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে বলে জানান পিপি।

আসামিদের ফাঁসির আদেশের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয় বলে জানান পিপি বজলুর।