বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে তাতে কোনো সমস্যা দেখছেন না প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। বলেছেন, আরও অনেক দল আছে, তারা ভোটে আসবে।
পৃথিবীর কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী সঠিক সময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
বৃহস্পবিার বিকালে ঢাকার নবাবগঞ্জে কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের প্রতি ইঙ্গিত করে সালমান বলেন, “অনেকে হুমকি দিচ্ছেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। তারপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন করবে, তা না হলে তারা নির্বাচনে আসবে না। কিন্তু বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের ব্যাপার। …অন্য আরও অনেক দল আছে যারা নির্বাচনে অংশ নেবেন।
“ইনশাআল্লাহ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। যে যাই বলুক না কেন, এতে কোন সন্দেহ থাকা উচিত না।”
বিদেশিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের রাষ্ট্র ক্ষমতায় চায় না- এমন একটি গুজব ছড়ানোর হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “তারা যদি নাই চাইত তাহলে বিদেশি রাষ্ট্র প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বারবার সভা করতেন না। তাদের শুধু একটাই দাবি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন।
“কারো কথায় কান দেবেন না। আপনাদের এখন থেকে নির্বাচনের কাজে লেগে পড়তে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকা মার্কার জন্য মাঠে কাজ করতে হবে এবং প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ নিতে হবে।”
কেবল আওয়ামী লীগের কাছে কাছে নয়, বিরোধীদের কাছে গিয়েও ভোট চাওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগের সংসদ সদস্য। বলেন, “বিরোধীদল বা সাধারণ ভোটারদের বুঝিয়ে ভোট নৌকা মার্কায় আনতে হবে। তারা ভোট না দিলেও বলতে যেন না পারে, আমাদের কাছে ভোট চায়নি।”
প্রতিটি কেন্দ্রভিত্তিক উঠান বৈঠক হবে এবং তাতে তিনি যাবেন বলেও জানান সালমান এফ রহমান।
ভোটের দিন কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য ভোটের আগেই সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সঙ্গে কোনো ধরনের ঠেলা ধাক্কা না হয়, তার জন্য একটি সুশৃঙ্খল কেন্দ্রভিত্তিক পরিচালনা কমিটি করা হয়েছে।”
সকালে সালমান এফ রহমান সভাস্থলে পৌছলে তাকে গার্ড অফ অনার দেয় নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, দোহার সার্কেল এএসপি আশলাফুল আলম, ওসি সিরাজুল ইসলাম শেখও এ সময় উপস্থিত ছিলেন।
সকালে একই স্থানে মহিলা আওয়ামী লীগ ও যুবমহিলা লীগের কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সালমান এফ রহমান।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)