কাউকে না জানিয়ে দেলোয়ার রাতে ঢাকা থেকে নেত্রকোণায় শ্বশুর বাড়ির সামনে গিয়ে ফাঁস দিয়েছেন বলে ধারণা পুলিশের।
Published : 19 Jan 2024, 06:37 PM
নেত্রকোণা সদর উপজেলায় শ্বশুর বাড়ির সামনে আমগাছে ঝুলন্ত অবস্থায় গণপূর্ত বিভাগের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার বামুনমহা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম।
মৃত দেলোয়ার হোসেন (৪০) সদর উপজেলার কাওয়ালীকোণা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি নেত্রকোণা গণপূর্ত কার্যালয়ে সাটলিপি মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। এক মাস আগে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে ঢাকা বদলি হন।
ওসি আবুল কালাম বলেন, দেলোয়ার ঢাকায় একাই থাকতেন। তার স্ত্রী ও সন্তানরা শ্বশুর বাড়িতে থাকেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ির সামনে পুকুর পাড়ে আমগাছে দেলোয়ারকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
পরে তাদের ডাক চিৎকারে দেলোয়ারের স্ত্রীসহ শ্বশুর বাড়ির লোকজন গিয়ে থানায় খবর দেয় বলে জানান তিনি।
ওসি আরও বলেন, কাউকে না জানিয়ে রাতে কোনো এক সময় ঢাকা থেকে দেলোয়ার শ্বশুর বাড়ির সামনে গিয়ে ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া পরিবারিক কলহ থেকেও এমন ঘটনা ঘটতে পারে; সবকিছু মাথায় রেখে তদন্ত করার কথা জানিয়েছেন ওসি।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।