রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর বাজারে তিনটি দোকান থেকে প্রায় দুই হাজার লিটার ভোজ্যতেল চুরি হয়েছে।
বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন।
সিসিটিভির ভিডিওর বরাতে তিনি বলেন, ভোরে একটি পিকআপ ভ্যানে সাত থেকে আটজন দুর্বৃত্ত ওই বাজারের মসজিদ মার্কেটের সামনে আসে। এরপর তারা সাগর সৈকত স্টোরের সামনে রাখা পাঁচ ড্রাম, আল-আমিন স্টোরের সামনে থেকে এক ড্রাম এবং খাদ্য ভাণ্ডার থেকে চার ড্রাম তেল পিকাআপে তুলে নিয়ে যায়।
“প্রতিটি ড্রামে ২০০ লিটার করে তেল ছিল; যার মধ্যে সাত ড্রাম সয়াবিন ও তিন ড্রাম সরিষার তেল।”
সাগর সৈকত স্টোরের মালিক রতন পাল বলেন, “মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে সকালে এসে দেখি দোকানের সামনে তেলের ড্রাম নেই। সেখান থেকে পাঁচ ড্রাম তেল নিয়ে গেছে। এর মধ্যে চার ড্রাম সোয়াবিন ও এক ড্রাম সরিষার তেল ছিল।”
বিষয়টি বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি ও পুলিশকে জানানো হয় বলে জানান তিনি।
বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি যুবায়ের মণ্ডল বলেন, “আমরা তেলের ব্যারেল হারানোর লিখিত অভিযোগ পেয়ে থানায় খবরও দিয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে।”
ওসি ফারুক হোসেন জানান, তেল চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে এই চক্রকে শনাক্ত এবং তেল উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
এই ঘটানায় বাজারের দুই জন নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।