এ ঘটনায় প্রতিবাদ করে বিএসএফকে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে আহ্বান জানিয়েছে বিজিবি।
পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে গ্রেপ্তারের পর ভাঙচুর মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদলের বাড়ি থেকে মো. দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আবদুল লতিফ মিঞা জানান।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, গত ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। পরে সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ একটি মামলা করে।
“সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
জামায়াত নেতা দেলোয়ার জগদল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টের দায়িত্বে রয়েছেন।