পিরোজপুরে বঙ্গমাতা সেতুতে মালবাহী জাহাজের ধাক্কা

জাহাজটি দ্রুতগতিতে সরাসরি এসে সেতুর একটি পিলারে সজোরে ধাক্কা দিয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2022, 03:35 PM
Updated : 27 Sept 2022, 03:35 PM

পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সেতুতে ধাক্কা দিয়েছে একটি মালবাহী জাহাজ। পরে জাহাজটি আটক করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে মোংলা থেকে এমভি জামান-২ নামের জাহাজটি আটক করা হয়েছে।  

সোমবার রাতে এমভি জামান-২ এই সেতুতে ধাক্কা দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানান।  

পিরোজপুর-বরিশাল-খুলনা মহাসড়কে কঁচা নদীর উপর নির্মিত এই সেতু ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামেও পরিচিত।

ঘটনার প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান টিপু জানান, সোমবার রাত ৮টার দিকে তারা কয়েকজন বন্ধু বঙ্গমাতা সেতুতে ঘুরতে যান। তারা দেখেন মালবোঝাই জাহাজ এমভি জামান-২ দ্রুতগতিতে সেতুর পিলারের দিকে এগিয়ে আসছে।

তিনি বলেন, এ সময় সেতুর উপরে থাকা লোকজনসহ তারা চিৎকার দিয়ে জাহাজটিকে সতর্ক হতে বলেন; কিন্তু জাহাজটি সরাসরি এসে সেতুর একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এরপর জাহাজটি দ্রুত চলে যায়।

শারিকতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, “রাতে ফেইসবুকে একটি ভিডিওতে দেখলাম একটি জাহাজ সেতুতে ধাক্কা দিয়েছে এমভি জামান-২ নামের এ জাহাজটি। সেতুতে ধাক্কায় সামান্য ক্ষতি হয়েছে।”

পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানন, খবর পেয়ে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধাক্কায় সেতুতে খুব সামান্য ক্ষতি হয়েছে। সেতুর পিলারের কিছু পলেস্তারা খসে পড়েছে। এরপর বিকালে মংলা থেকে সেতুতে ধাক্কা দেওয়া এমভি জামান-২ নামে কার্গো জাহাজটি আটক করা হয়েছে।

এ বিষয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিলকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।