এ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী।
Published : 26 Nov 2023, 03:56 PM
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী, যা গত বারের প্রায় অর্ধেক।
রোববার বিকেল ৩টার দিকে রাজশাহী পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম ফলাফলের বিস্তারিত প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরিফুল জানান, রাজশাহী বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৪০ হাজার ১১৫ জন। যার মধ্যে পাস করেছে এক লাখ ৮ হাজার ৫৮০ জন।
গত বছর পরীক্ষার্থী ছিল এক লাখ ২৯ হাজার ৪২৩ জন। পাস করেছিল এক লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছিল ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী।
আরিফুল ইসলাম বলেন, পাস ও জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ৯৭ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে পাঁচ হাজার ৮১৩ জন।
অপরদিকে, ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে পাঁচ হাজার ৪৪৫ জন ।
তবে রাজশাহী বোর্ডে এবার কমেছে শূন্য পাসের কলেজের সংখ্যা। একই সঙ্গে বেড়েছে শতভাগ পাসের কলেজ।
এ বছর চারটি কলেজ থেকে কেউ পাস করেনি। যা গত বছর ছিল ৯টি কলেজ। আর এবার শতভাগ পাসের কলেজের সংখ্যা ৩১টি থেকে বেড়ে ৩৭টি হয়েছে।
এদিকে, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক জানিয়েছেন, এবারও শতভাগ পাসের গৌরব ধরে রেখেছে দেশের সেরা কলেজগুলোর মধ্যে অন্যতম রাজশাহী কলেজ। এ বছর এ কলেজ থেকে ৪৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১২ জন।
অপরদিকে, এই শিক্ষাবোর্ডের অধীনে আটটি জেলার মধ্যে এবার পাসের হারের দিক থেকে এগিয়ে আছে রাজশাহী জেলা। এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৯ শতাংশ। ৮৩ দশমিক ২৩ শতাংশ পাসের হার নিয়ে এর পরের অবস্থানে রয়েছে বগুড়া জেলা।
এছাড়া, নাটোর জেলায় ৭৮ দশমিক ৯, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭১ দশমিক ৫৬, নওগাঁ জেলায় ৭৬ দশমিক ৪৭, পাবনা জেলায় ৭৬ দশমিক ৩৩, সিরাজগঞ্জ জেলায় ৭৪ দশমিক ৭৪ এবং জয়পুরহাট জেলায় পাসের হার ৭৩ দশমিক ৮৫ শতাংশ।
আরও পড়ুন
এইচএসসি: ময়মনসিংহে পাসের হার-জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা
এইচএসসি: কুমিল্লায় পাসের হার ৭৫.৩৯%, এগিয়ে ছাত্রীরা
এইচএসসি: বরিশাল বোর্ড পাসের হার ও জিপিএ-৫ কমেছে