সন্দেভাজন হামলাকারী হিসেবে ৩৬ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 30 Apr 2024, 08:44 PM
পূর্ব লন্ডনের হেইনল্টে মঙ্গলবার তলোয়ার হাতে এক ব্যক্তির হামলায় গুরুতর আহত ১৪ বছরের এক কিশোর হাসপাতালে মারা গেছে। আহত আরও চারজনের চিকিৎসা চলছে। তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা, যারা গুরুতর আহত হয়েছেন।
সন্দেভাজন হামলাকারী হিসেবে ৩৬ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিন স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে পুলিশকে ফোন করে বলা হয়, একটি গাড়ি থর্লো গার্ডেন্স এলাকায় একটি বাড়ির ভেতর প্রবেশ করেছে। সেখানে লোকজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার খবরও দেওয়া হয়।
একটি টিউব স্টেশনের ভেতর এবং চারপাশে প্রায় ২০ মিনিট ধরে তলোয়ারধারী ওই ব্যক্তি সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে যায় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়, ৯৯৯ এ ফোন পাওয়ার ২২ মিনিটের মাথায় পুলিশ হামলাকারীকে ধরে ফেলে।
লন্ডনে তলোয়ার হাতে হামলায় আহত ৫, এক ব্যক্তি গ্রেপ্তার
হামলায় গুরুতর আহত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক স্টুয়ার্ট বেল।
বলেন, “১৪ বছরের ওই বালক ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। দুঃখজনকভাবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।”
পুলিশ এবং জরুরি পরিষেবা কর্মীরা ‘অবিশ্বাস্য সাহসিকতার’ মাধ্যমে আরও মানুষ হতাহত হওয়া আটকাতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রাথমিক তদন্ত শেষে বিশেষজ্ঞ তদন্ত দল ধারণা করছে, এটা সন্ত্রাসী হামলা ছিল না। এবং হামলাকারী একাই ছিলেন।
হামলাকারী মানসিকভাবে অসুস্থ কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।