ঘূর্ণিঝড় মিধিলি: বাগেরহাটে প্রস্তুত ৩৫৯ আশ্রয় কেন্দ্র

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাটিতে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন আছে। এ ছাড়া বিকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 03:50 PM
Updated : 16 Nov 2023, 03:50 PM

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবেলার প্রস্তুতি হিসেবে বাগেরহাটে খোলা হয়েছে ৩৫৯টি আশ্রয় কেন্দ্র।

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন জানান, এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারবেন দুই লাখ ৩৫ হাজার মানুষ।

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাটিতে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন আছে। এ ছাড়া বিকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

যদিও মোংলা বন্দরের অবস্থান নেওয়া জাহাজের পণ্য ওঠা-নামার কাজ স্বাভাবিক রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ জানান।

এদিকে, ঝড় মেকাবেলায় বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ভার্চুয়ালি জরুরি সভা করেন।

তিনি জানান, উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে নিতে আড়াই হাজারের অধিক সেচ্ছাসেবক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হচ্ছে শুকনা খাবার। দুর্যোগ মোকাবেলায় নগদ ৯ লাখ টাকা ও ৬৫০ মেট্রিকটন চাল মজুদ রাখা হয়েছে।

এ ছাড়া দুর্যোগপ্রবণ এলাকার জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রচারণা শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই সবাইকে নিরাপেদ সরিয়ে নেওয়ার জন্য সেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো মেরামতের উদ্যোগ নিয়েছেন। সবার সহযোগিতা নিয়ে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে বলে জানান ডিসি।

সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে রয়েছে।

মোহাম্মদ শাহীন মজিদ রাতে এই প্রতিবেদককে বলেন, “ঘূর্ণিঝড় মোকাবেলা করতে বন্দর কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বন্দরে বর্তমানে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিলিংকার, ইউরিয়া সারসহ মোট  ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করছে। বন্দরে অবস্থান নেওয়া জাহাজে পন্য ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলছে।”

আরও পড়ুন:

Also Read: পিরোজপুরে হালকা বৃষ্টি, ‘মিধিলি’ মোকাবিলার প্রস্তুতি