জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
Published : 16 Nov 2023, 07:50 PM
বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি শুরু হয়; তবে সন্ধ্যার পর এর তীব্রতা কিছুটা বেড়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাতে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এর নাম দেওয়া হয়েছে ‘মিধিলি’।
সমুদ্র উত্তাল থাকায় বুধবার রাত থেকেই দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বৃষ্টির কারণে পিরোজপুরে রাস্তায় জনসাধারণের চলাচল কিছুটা কমেছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের সমস্যা হচ্ছে বেশি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বিকালে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাত ৯টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় পিরোজপুরে ৪০৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা শহরসহ সাত উপজেলায় মোট আটটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে।
অন্যদিকে, দুর্যোগপূর্ব ও পরবর্তী সময়ের সেবা দিতে এক হাজার ৭০০ জন সিপিপি সদস্য ও ৩৫০ জন রেড ক্রিসেন্ট সদস্য কাজ করবে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ শফিউর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলায় পুলিশকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশ প্রস্তুত আছে।