নারায়ণগঞ্জে তিন মরদেহ উদ্ধার

সদর, রূপগঞ্জ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2024, 04:13 AM
Updated : 24 Feb 2024, 04:13 AM

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ সদর ও রূপগঞ্জ উপজেলা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

রোববার বিকালে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, উপজেলার দক্ষিণ মাসাবো এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে ফালান শিকদারের (৫৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার বাড়ি উপজেলার বরপা এলাকায়। তিনি শনিবার থেকে নিখোঁজ ছিলেন। ফালান জমি কেনা-বেচার মধ্যস্থতা করতেন৷

“প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ঘটনাস্থল থেকে দুটি সিরিঞ্জ ও একটি তরলভর্তি কাচের বোতল উদ্ধার করা হয়েছে৷”

এদিকে বিকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের (৩০) মরদেহ উদ্ধার করা হয় বলে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই তজিমুল ইসলাম বলেন।

তিনি বলেন, “মরদেহটি অর্ধগলিত হওয়াতে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন মেলেনি৷”

এ ছাড়া শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের বাপ্পী চত্বর এলাকার একটি নর্দমা থেকে মো. সোহেল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা৷

সোহেল শহরের নিতাইগঞ্জ এলাকার সাহেব আলীর ছেলে৷ তিনি পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন৷

পরিবারের অভিযোগ, তাকে কেউ হত্যা করে ফেলে রাখে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]