পিরোজপুরে পানিতে ডুবে প্রাণ হারাল মামা-ভাগ্নে

বর্ডার ব্রিজ খাল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 02:36 PM
Updated : 29 March 2023, 02:36 PM

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় খালে ডুবে মারা গেছে মামা-ভাগ্নে দুই শিশু।

বুধবার দুপুরে তেলাখালী ইউনিয়নের বর্ডার ব্রিজ খালে এ ঘটনা ঘটে বলে জানান ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান।

নিহতরা হলো ওই গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ (১১) ও ঢাকার উত্তর বাড্ডার ওসমান গণির ছেলে মো. হাসিবুল (১০)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, কয়েকদিন আগে তেলিখালী গ্রামে নানাবাড়ি বেড়াতে আসে হাসিবুল। দুপুরে হাসিবুল তার মামা নুর হোসেনের সঙ্গে গোসল করতে বর্ডার ব্রিজ খালে যায়।

তারা অনেক সময় ধরে বাড়িতে না আসায় আত্মীয়-স্বজনরা খোঁজা-খুঁজি করে। পরে তাদের খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমিত বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।