এ পর্যন্ত এ দুর্ঘটনায় ৭০ জনের লাশ উদ্ধার করা হলো; এখনও নিখোঁজ রয়েছেন দুজন।
Published : 09 Nov 2022, 06:26 PM
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির দেড় মাস পর আরেকটি মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা হলো ৭০।
বুধবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় নৌকাডুবির স্থানেই তার লাশ পাওয়া যায়।
মৃত ভূপেন্দ্রনাথ বর্মন ওরফে পানিয়া (৪০) দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামের বাসিন্দা।
ওই দুর্ঘটনায় ভূপেন্দ্রনাথের স্ত্রী রূপালী রানি বর্মন (৩৬) নিহত হয়েছিলেন। তবে তাদের ছেলে দীপু দু্র্ঘটনা থেকে বেঁচে যান।
মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম স্থানীয়দের বরাতে জানান, স্থানীয় শ্রমিকরা করতোয়া নদীর আউলিয়া ঘাট এলাকায় নৌকাডুবির স্থানে নদী থেকে পাথর উত্তোলনের সময় একটি অর্ধগলিত লাশ বের হয়।
“খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে পরনের কাপড় ও সঙ্গে থাকা মোবাইল ফোন দেখে ভুপেন্দ্রনাথের লাশ শনাক্ত করেন।”
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, উদ্ধার হওয়া লাশ নিখোঁজ ভুপেন্দ্রনাথের বলে নিশ্চিত করা হয়েছে। পরনের কাপড় ও মোবাইল ফোন দেখে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেছেন।
২৫ সেপ্টেম্বর মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় একটি নৌকা উল্টে যায়।
বুধবার উদ্ধার হওয়া ভুপেন্দ্রনাথসহ এ পর্যন্ত এ দুর্ঘটনায় ৭০ জনের লাশ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছেন দুজন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় জানান, এখনও নিখোঁজ দুজন হলেন পঞ্চগড় সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের ঘাটিয়ার পাড়া গ্রামের শিশু জয়া রানী (৪) ও বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুরেন্দ্র নাথ বর্মন (৬৫)।
আরও পড়ুন:
করতোয়ায় ৬৯ জনের প্রাণহানি: ঘাট ইজারাদারকে দায়ী করে তদন্ত প্রতিবেদন