জান্নাত তার চাচা এমরান মিয়ার সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল।
Published : 07 Feb 2024, 12:35 PM
ময়মনসিংহের ভালুকায় স্কুলে যাবার পথে চাচার সঙ্গে রাস্তা পারাপারের সময় অটোরিকশা চাপায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
নিহত ৭ বছর বয়সী জান্নাত আরা উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। জান্নাত নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আকন্দ বলেন, জান্নাত তার চাচা এমরান মিয়ার সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল। তারা নারাঙ্গী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়।
এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”