রাজবাড়ীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সাড়াশব্দ না পেয়ে পাশের কক্ষ থেকে ঘরের মাচায় উঠে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2023, 09:32 AM
Updated : 24 Feb 2023, 09:32 AM

রাজবাড়ীতে পাংশা উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিভাএনায়েতপুর গ্রামের মনোয়ার সরদারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান পাংশা মডেল থানার এসআই কামাল হোসেন। 

নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন (২৩)। তিনি একই গ্রামের রিপন সরদারের স্ত্রী। ঘটনার পর থেকে রিপন পলাতক রয়েছেন। 

তসলিমার শাশুড়ি মনোয়ারা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাসলিমাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে মেজো ছেলে মফিজ ও তার বউ কেউ বাড়িতে না থাকলেও তাদের ঘরের দরজা ভেতর থেকে লাগানো দেখে সন্দেহ জাগে।

“এ সময় দরজায় ধাক্কা দিয়ে, ডাকাডাকি করলেও ভেতর থেকে সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশি জামিন খাঁকে নিয়ে পাশের রুম থেকে ঘরের মাচার ওপর ওঠেন আমার স্বামী। 

“তারা উপরে উঠে দেখেন তাসলিমা গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে। পরে ওড়না খুলে তাকে নামানো হয়।” 

এসআই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তার মৃত্যুর কারণ জানা যাবে।”