কুড়িগ্রামে পুকুরে মাছ ধরতে নেমে ২ ভাইয়ের মৃত্যু

শিশু দুটি পরস্পর খালাত ভাই।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2022, 04:42 PM
Updated : 26 Nov 2022, 04:42 PM

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা পরস্পর খালাত ভাই।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে রাজীবপুর সদর ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান।

মৃতরা হলো উপজেলার বড়াইডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৪) এবং রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩)। শিশু দুটির নানা পরস্পর আপন ভাই।

পরিবারের বরাতে ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, বাড়ির পাশের একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়।

সন্ধ্যা হয়ে গেলেও সন্তানরা বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে বের হয়। এক পর্যায় পানিতে জুতা ভাসতে দেখা পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। 

দ্রুত রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

রিদন ও আরাফাত নানার বাড়ি থেকে পড়াশোনা করত। 

রাজীবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, “শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।