ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে ৩০ জন আহত

পৌর মেয়র জানান, কুকুরটি মারার জন্য একটি টিম নামানো হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2022, 05:52 PM
Updated : 4 Nov 2022, 05:52 PM

ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার নীমতলা, কাশিপুর, শিবনগর, কলেজপাড়া, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে পৌরসভার মেয়র মো. আশনাফুল আলম জানান।

আহতদের মধ্যে ২৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর রহমান জানান ।

মেয়র আশনাফুল জানান, একটি পাগলা কুকুর সন্ধ্যার পর পৌর ও আশপাশের এলাকার রাস্তার পাশে, দোকানে বসে থাকা মানুষদের কারো মুখে, কারো পায়ে  হাতে কামড়ায়।

তিনি আরও জানান, কুকুরটি মারার জন্য পৌরসভার একটি টিম নামানো হয়েছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

চিকিৎসক তানভীর রহমান জানান, হাসপাতালে আসা রোগীদের শরীরে কুকুরের কামড়ের ক্ষত আছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।