কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন আইএফআইসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হাসানুর রহমান।
Published : 08 Apr 2024, 02:14 PM
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মারা গেছেন এক ব্যাংক কর্মকর্তা।
সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসানুর রহমান আইএফআইসি ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের শমশের আলীর ছেলে।
ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার এসআই আদম আলি বলেন, হাসানুর রহমান ঝিনাইদহ সদর উপজেলায় নিজের গ্রাম নারিকেলবাড়িয়া থেকে মোটর সাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।
“কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।
“সে সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে।”
এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।