পিরোজপুরে ‘গায়েবি’ মামলায় বিএনপি নেতা-কর্মী, দলের প্রতিবাদ

মঠবাড়িয়া থানায় রোববার বিএনপিসহ বিভিন্ন ইউনিটের অন্তত আড়াইশ নেতা-কর্মীর বিরুদ্ধে যুবলীগের এক নেতা মামলা করেছেন বলে দলের ভাষ্য।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2022, 12:00 PM
Updated : 5 Dec 2022, 12:00 PM

‘গায়েবি’ মামলায় নেতা-কর্মীদের কারাগারে ঢোকানো হচ্ছে অভিযোগ তুলে প্রতিবাদে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

সোমবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা আহবায়ক আলমগীর হোসেন।

লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, এ সরকাররের আমলে তাদের গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিস্ফোরক আইনের গায়েবি মামলায় তাদের ৪ জন কারাগারে রয়েছে।

“সর্বশেষ রোববার রাতে মঠবাড়িয়া থানায় বিএনপি ও যুবদলসহ বিভিন্ন ইউনিটের ১০২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।”

আলমগীর বলেন, “মামলায় বাদীর অভিযোগ ছিল, দেশীয় অস্ত্রসহ আমাদের ২৫০ নেতাকর্মী রাত ৩টার দিকে শহরে যুবলীগ অফিসে হামলা চালিয়েছে, যেখানে বিএনপির ৩/৪ জন নেতা একত্রে রাস্তায় দাঁড়ালে পুলিশ ধাওয়া করে। সেখানে এমন ঘটনা হাস্যকর-নাটকীয়।”

তিনি আরও বলেন, বিএনপি কোনো নিষিদ্ধ আন্ডারগ্রাউন্ড দল নয়। জনসম্পৃক্ততা ঘটিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তাররা কাজ করে যাচ্ছেন।

“অগ্রগামী নেতা-কর্মীরা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবিতে যাতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে এই লক্ষ্যে এ জাতীয় মিথ্যা অলিক গায়েবি মামলা দিচ্ছে। আমাদেরকে আন্দোলন থেকে সরিয়ে রাখতে চায় আওয়ামী লীগ।”

তিনি অবিলম্বে গ্রেপ্তার সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।