পুলিশের ধারণা, রেললাইন পার হতে গিয়ে কোনো ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।
Published : 06 Mar 2023, 01:31 PM
গাজীপুরে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যিনি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে পুলিশের ধারণা।
সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী রেল লাইনে ভুরুলিয়া তিতাস গ্যাস অফিসের পেছনের রেললাইন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, “তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। রেললাইন পার হওয়ার সময়ে কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।“
এসআই শহীদুল জানান, স্থানীয়রা সকালে লাশ দেখে পুলিশে খবর দেয়। তারপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজাউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।