মালিকবিহীন জব্দ করা এসব মাদকের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানায় বিজিবি।
Published : 15 Apr 2024, 07:26 PM
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে এক কেজি পাঁচ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শনিবার রাতে উপজেলার হিলি বটতলী এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।
সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দিনাজপুর থেকে হিলিগামী যাত্রীবাহী একটি বাসে মাদকদ্রব্য বহন করা হচ্ছে, এমন খবর পায় বিজিবি। পরে রাতে ওই যাত্রীবাহী বাসের গতিরোধ করা হয়।
বাসে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো অবস্থায় কোকেনগুলো জব্দ করা হয়; যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মালিকবিহীন জব্দ করা কোকেনগুলো কোথায় কি অবস্থায় আছে এবং বাসটিকে আটক করা হয়েছে কিনা সে সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
এ বিষয়ে জানতে জয়পুরহাট বিজিবির দপ্তরে ফোন করা হলে তারা সংযোগটি কেটে দেন।