লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুন্টিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
Published : 12 Mar 2024, 10:58 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উদ্বোধনের দিনেই চলন্ত ট্রেনে কে বা কারা ঢিল ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের জানালার কাচ ভেঙে ফেলেছে। তবে এতে কেউ আহত হয়নি।
মঙ্গলবার রাতে উপজেলার ঘুন্টিবাজার এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন জানান।
ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, “আমি ঢাকা যেতে হাতীবান্ধা রেল স্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। পথে কে বা কারা ঢিল ছোড়ে। এতে একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙে ভেতরে আসে। তবে কেউ আহত হয়নি।”
দেশের সম্পদ আমরা নিজেরাই নষ্ট করছি; এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন এ যাত্রী।
রেলওয়ের ডিসিএম আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।
দুপুরে আনুষ্ঠানিকভাবে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার পথে ট্রেনটির উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
এ সময় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: