রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ট্রেন পরিষ্কারের জিনিসপত্র স্থাপন না করা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা করবে।
Published : 12 Mar 2024, 06:54 PM
অবশেষে যাত্রা শুরু করল বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। দেরিতে ট্রেনটি চালু হলেও প্রধানমন্ত্রীর একটি প্রতিশ্রুতি পূরণ হলো। এতে লালমনিরহাট জেলার কয়েক লক্ষ মানুষের কম খরচে ঢাকার সঙ্গে যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচন হলো।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা পথে ট্রেনটির উদ্বোধন করেন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুড়িমারী-ঢাকা রেলপথ ৬০০ কিলোমিটার দীর্ঘ; এটিই দেশের সবচেয়ে দীর্ঘ রেলপথ।
বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি চালু হওয়ায় ভারত, ভুটান, নেপালের সঙ্গে যোগাযোগ সহজ হবে। সেই সঙ্গে জেলার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
ট্রেনটি যাত্রা শুরু করায় লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালিগঞ্জসহ জেলার পাঁচ উপজেলার কয়েক লাখ মানুষের সঙ্গে ঢাকার যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথমে একটি শাটল ট্রেন বুড়িমারী স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়। দুই ঘণ্টার মধ্যে ট্রেনটি লালমনিরহাট পৌঁছাবে। এরপর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা ১০ মিনিটে লালমনিরহাট থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে সকাল ৭টা ১০ মিনিটে। ঢাকা থেকে সকাল ৮টায় ৫ মিনিটে ছেড়ে লালমনিরহাট পৌঁছবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের টিকিটে শাটল ট্রেনটিতে যাওয়া-আসা করতে পারবেন যাত্রীরা।
বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার এবং বুড়িমারী এক্সপ্রেস (৮১০) এর সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার। ১৪ কোচের ট্রেনে মোট আসন থাকবে ৬৩৮/৬৫৩টি। ট্রেনের রেক বেজ, ওয়াটারিং এবং ক্লিনিং করা হবে লালমনিরহাটে।
বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) যাত্রাবিরতি করবে ঢাকা বিমানবন্দর, ঈশ্বরদী বাইপাস, নাটোর, সান্তাহার জংশন, বগুড়া, বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া, লালমনিরহাট, তুষভান্ডার, হাতিবান্ধা, বড়খাতা ও পাটগ্রাম স্টেশনে।
অন্যদিকে ৮১০ নম্বর ট্রেনটি পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডার, লালমনিরহাট, কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বলেন, “আমাদের দাবি অতি দ্রুত বুড়িমারী রেল স্টেশনের নির্মাণ কাজ শেষ করে শাটল ব্যতিরেকে এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করাতে হবে।”
বাংলাদেশ রেলওয়ের রাজশাহী পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, বুড়িমারী রেলওয়ে স্টেশনে ট্রেন পরিষ্কারের জিনিসপত্র স্থাপন না করা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা করবে।