মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

ছুটি শেষে যাবার সময় রোজায় বাড়ি এসে বেশিদিন থাকবেন বলে বাবাকে বলেছিলেন আনসার সদস্য রাইদুল।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 06:06 AM
Updated : 14 March 2023, 06:06 AM

ছুটি শেষে কর্মস্থলে ফিরতে রেলস্টেশন যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক আনসার সদস্য। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটা এই দুর্ঘটনায় মারা গেছেন তার বন্ধুও। 

মঙ্গলবার সকালে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন।

নিহতরা হলেন- আনসার সদস্য রাইদুল ইসলাম (২২)  ও তার বন্ধু বিজন আলী (২৫)। 

রাইদুল ইসলাম মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের এবং বিজন আলী একই গ্রামের আজমত আলীর ছেলে। 

স্থানীয়দের বরাতে আজমল হোসেন জানান, সকালে দারিয়াপুর থেকে মেহেরপুর যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এই ঘটনায় দুই আরোহী রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। 

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় নিহত দুজনেরই মরদেহ সড়ক থেকে ছিটকে পড়ে পাশে ফসলী ধানী জমির কাদাপানির মধ্যে পড়েছিল।

নিহত আনসার সদস্যের বাবা আব্দুর কুদ্দুস জানান, রাইদুল যশোর আনসার ক্যাম্পে চাকরি করে। ছুটিতে বাড়ি এসেছিল পাঁচ দিন আগে। 

ছুটি শেষে মঙ্গলবার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যশোর যাওয়ার জন্য চুয়াডাঙ্গা রেল স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল রাইদুল । 

“যাবার সময় বলে গেল কিছুদিন পর রোজায় বাড়ি এসে বেশিদিন কাটাবো। আমার সেই ছেলে রওয়ানা হওয়ার কিছুক্ষণ পরই লাশ হয়ে বাড়ি ফিরবে কে জানতো।” 

এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন  অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন।