তিনি বলেছেন, “মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত, কিন্তু চাইবার অধিকার সবার আছে।”
Published : 22 Nov 2023, 03:58 PM
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামী দিনের সরকার পছন্দ করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বুধবার দুপুরে চাঁদপুরে কদমতলা রোডের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
গত তিনটি জাতীয় নির্বাচনের মতো দ্বাদশ সংসদ নির্বাচনেও জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নির্বাচনী মনোনয়ন পর্ব শেষ হলে বোঝা যাবে, আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা। কিংবা আমাদের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন কোন দল বেশি শক্তিশালী, কোন দল কম শক্তিশালী সেটা পরে বোঝা যাবে।”
৭ জানুয়ারি ভোটের দিন রেখে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপি ও সমমনা দলগুলো তা প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল-অবরোধের মত কর্মসূচিতে রয়েছে।
দীপু মনি বলেন, “আমরা চাই নির্বাচনে সকলেই অংশগ্রহণ করুক। একটি উৎসব ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামী দিনের সরকার পছন্দ করে নেবে।”
দলীয় মনোনয়ন নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, “প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সকলের মনোনয়ন চাইবার গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত, কিন্তু চাইবার অধিকার সবার আছে।”
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।