এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 11 Nov 2023, 10:11 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম।
নিহত সাইফুল ইসলাম মণ্ডল (৫২) উপজেলা শহরের মণ্ডলজানি গ্রামের মকবুল হোসেন মণ্ডলের ছেলে। গ্রেপ্তাররা হলেন- সাইফুলের প্রথম স্ত্রী নাসিমা খাতুন ও মেয়ে স্বপ্না খাতুন (২০)।
স্থানীয়দের বরাতে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালেক বলেন, পাঁচদিন আগে সাইফুল দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে নাসিমার সঙ্গে সাইফুলের ঝগড়া-বিবাদ চলছিল।
শুক্রবার রাতে সাইফুল নিজ ঘরে ঘুমিয়ে পড়লে নাসিমা তার মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করেন। রাতেই তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
খবর পেয়ে সকালে নাসিমা ও তার মেয়ে স্বপ্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া কথা জানান ওসি নজরুল ইসলাম।
এ ঘটনায় বিকালে নিহতের বাবা বাদী হয়ে মা ও মেয়ের বিরুদ্ধে মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হয় বলে তিনি জানান।