কাশিমপুর কারাগারে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টার মামলার আসামির মৃত্যু

হরকাতুল জিহাদ-হুজির এই সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2023, 07:26 AM
Updated : 6 Jan 2023, 07:26 AM

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। যিনি কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া আসামি। 

শুক্রবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ তিনি মারা গেছেন বলে জানিয়েছেন কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. আমিরুল ইসলাম। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫৫ বছরের মো. আবুল হোসেন খোকন বরিশাল কোতোয়ালি থানার রাজধর এলাকার আ. খালেকের ছেলে। হরকাতুল জিহাদ হুজির এই সদস্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় মুকসুদপুরসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। 

তিনি ২০০৬ সাল থেকে এ কারাগারে আছেন। তার হাজতি নম্বর- ২১৮৩/১৬। 

কারা কর্মকর্তা আমিরুল আরও জানান, শুক্রবার সকাল ৭টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়েন আবুল হোসেন। প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় এই হাসপাতালে আনা হয়েছিল।