সেখান থেকে প্রধানমন্ত্রী এক হাজার ৩১৭ কোটি টাকার ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্বে তিনজনের মৃত্যু হলো।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার বাদ মাগরিব তারা নিজ নিজ খিত্তায় মারা গেছেন।
তারা হলেন- গাইবান্ধার শুকুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫) এবং ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)। তবে তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার গভীর রাত সাড়ে ৩টায় বরগুনা জেলার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে মারা গেছেন।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
আরও পড়ুন: