দুর্ঘটনা সময় রান্নাঘরটিতে বাড়ির কেউ না থাকায় তারা হতাহত হননি।
Published : 03 Nov 2023, 10:05 AM
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের বাড়িতে ঢুকে পড়লে ট্রাকের চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ।
এ দুর্ঘটনায় নিহত ট্রাক চালক সোহেল রানা (৩৫) উপজেলার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
ওসি জানান, রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মোকলাছুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে।
বাড়ির রান্নাঘরে আঘাত করে ট্রাকটির সামনের অংশ দুমড়ে যায়। ট্রাক চালককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে দুর্ঘটনা সময় রান্নাঘরটিতে বাড়ির কেউ না থাকায় তারা হতাহত হননি। আর ট্রাকে থাকা অন্য দুজন দুর্ঘটনার পর আহত অবস্থায় পালিয়ে যান।
এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেননি বলেও জানান ওসি।