এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রংপুর নারী শু শিশু আদালতে ধর্ষণ মামলা করেন।
Published : 26 Nov 2023, 05:28 PM
রংপুরের পীরগাছায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় এক যুবককে কারাদণ্ড দিয়েছে বিচারক।
আসামি ব্রেলভী হোসেন সুমনকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি বিচারক তাকে এক লাখ টাকা জরিমানাও করেছেন বলে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান।
রোববার ওই আদালতের বিচারক রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ব্রেলভী হোসেন সুমন পীরগাছা উপজেলার রাধাকৃঞ্চপুর গ্রামের মোসারফ হোসেন মানিকের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালে পীরগাছা উপজেলার রাধাকৃঞ্চপুর গ্রামের এক নারীর গোসলের ছবি মোবাইলে ধারন করে ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে সুমন।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওই বছরই সুমনের বিরুদ্ধে রংপুর নারী শিশু আদালতে ধর্ষণ মামলা করেন।
পরে ঘটনাটি তদন্ত করে ওই বছরের ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।