এসআই বলেন, “সুলতানকে পেছন থেকে গলা কেটে হত্যা করা হয়েছে।”
Published : 18 Apr 2024, 10:32 PM
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর ক্যাম্পে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের ১১৬ নম্বর ক্লাস্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ভাসানচর থানার এসআই নূর হোসেন জানান।
নিহত মো. সুলতান (৫৫) ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারের প্রয়াত মো. আব্দুল আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই নূর হোসেন বলেন, সুলতান ক্যাম্পের ১১৬ নম্বর ক্লাস্টারের খালি জায়গায় সবজি চাষ করতেন। সকাল সাড়ে ৬টায় ছেলে গিয়ে সেখানে সুলতানকে সকালের নাশতা দিয়ে আসে। এরপর ১টায় আবার দুপুরের খাবার নিয়ে যায়।
এ সময় সুলতানকে না দেখে ছেলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায়ে গলাকাটা মরদেহ দেখে চিৎকার দেয়। তখন অন্য ক্লাস্টারের লোকজন এগিয়ে যায়।
এসআই বলেন, “সুলতানকে পেছন থেকে গলা কেটে হত্যা করা হয়েছে।”
শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ হত্যার রহস্য উৎঘাটনের চেষ্টা চালাচ্ছে।