ময়মনসিংহে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

বাড়ি থেকে ২০০ গজ দূরে পুকুর পাড়ে কয়েকটি শিশু খেলছিল।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2022, 03:07 PM
Updated : 9 Dec 2022, 03:07 PM

ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে এ ঘটনা ঘটে বলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহতরা ওই গ্রামের দুই ভাই ওসমান গনি ও সাইদুল ইসলামের দুই মেয়ে আছিয়া আক্তার (৪) ও তানিয়া আক্তার (৪)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বাড়ি থেকে ২০০ গজ দূরে পুকুর পাড়ে কয়েকটি শিশু খেলছিল। এক পর্যায়ে আছিয়া ও তানিয়া পুকুরের পানিতে পড়ে যায়। 

সেখানে থাকা আরেক শিশু দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

 পরে স্বজনরা মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে।

 নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান।