অপরাধ প্রমাণ না হওয়ায় তিনজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক জানান।
Published : 20 Feb 2024, 08:58 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
একই মামলায় তার ছোটভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আস শামস জগলুল হোসেন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- রূপগঞ্জ উপজেলার পেরাবো এলাকার অনুকূল সরকার (৩৫)।
যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তার ছোটভাই সহদেব সরকার (২৮)৷
আর অপরাধ প্রমাণ না হওয়ায় অনুকূলের বাবা জীবন সরকার (৫৯), আরেক ভাই অর্জুন সরকার (৪১) ও তার স্ত্রী দিপালী সরকারকে (৩২) এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক জানান।
মামলার বরাতে আসাদুজ্জামান বলেন, পোরাব এলাকার বাসিন্দা প্রতিবেশী অভিনাষের সঙ্গে জমি নিয়ে দণ্ডিতদের বিরোধ চলছিল৷ এর জেরে ২০২০ সালের ১ এপ্রিল দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলে অভিনাষ নিহত হন।
পরে এ ঘটনায় নিহতের বড়ভাই সুজন সরকার রূপগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন৷
তদন্ত শেষে পরের বছর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান৷