পরিকল্পিতভাবে মা ও দুই ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
Published : 29 Mar 2024, 12:13 PM
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদীতে তিনজনের লাশ পাওয়া যায় বলে জানান রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল।
নিহতরা হলেন- ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আবদুর রহিমের স্ত্রী নাসিমা বেগম (৩৫), তার বড় ছেলে শাওন (৮) ও ছোট ছেলে সিফাত (৪)।
আব্দুর রহিম বলেন, “মঙ্গলবার সকালে আমার স্ত্রীর সঙ্গে গরু নিয়ে ঝগড়া হয়। ঝগড়া শেষে দুপুরে নাসিমা আমার দুই ছেলেকে সঙ্গে নিয়ে তীরনই নদীর চরে ছাগলকে ঘাস খাওয়াতে যায়। এরপর সে আর বাড়িতে ফিরেনি।”
তবে নাসিমা বেগমের মা খালেদা বেগম বলেন, “আব্দুর রহিম জুয়ায় আসক্ত; আমার মেয়ে তাকে জুয়া খেলতে বাঁধা দিত। এ নিয়েই আমার মেয়েকে প্রায় সময় অমানবিকভাবে পেটাত সে। পরিকল্পিতভাবে আমার মেয়ে ও তার দুই ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”
ওসি বলেন, সকালে তিনজনের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় মায়ের ওড়নার সঙ্গে ছেলেদের হাত বাঁধা ছিল। খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ যানা যাবে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]