দিনাজপুরে পুকুর থেকে মা ও ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার

কখন কীভাবে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2023, 05:14 PM
Updated : 2 June 2023, 05:14 PM

দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়ায় একটি পুকুর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার সন্ধ্যায় তাদের মরদেহ বাড়ির কাছের ওই পুকুর থেকে উদ্ধার করা হয় বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান।

নিহতরা হলেন- উজ্জ্বল চন্দ্র দেবনাথের স্ত্রী অষ্টমী বালা, ৮ বছর বয়সি শিশু গৌতম ও সাড়ে ৪ বছর বয়সি প্রিতম।

কখন কীভাবে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।

উজ্জ্বল দেবনাথ জানান, তার স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে কাপড় ধোয়ার জন্য ওই পুকুরে যান।

বালতিসহ ধোয়া কাপড় বাড়ির রাস্তায় পড়ে থাকতে দেখে তার ও এলাকাবাসীর ধারণা, বাড়ি আসার সময় সন্তানদের দেখতে না পেয়ে পুকুরে ফিরে যান অষ্টমী। সন্তানদের পানিতে ডুবতে দেখে তিনি (অষ্টমী বালা) পুকুরে ঝাঁপ দেন। সাঁতার না জানার কারণে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়।

উজ্জ্বল চন্দ্র আরও জানান- তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে গোসল করলেও প্রায় প্রতিদিন কাপড় ধোয়ার জন্য ওই পুকুরে যায়। 

ঘটনার পর জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থালে যান।

সদর উপজেলার ইউএনও মো. রমিজ আলম জানান, নিহতদের সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান,  মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। মৃত্যু নিয়ে পরিবার ও এলাকাবাসীর কোনো অভিযোগ নেই। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।