চাঁপাইনবাবগঞ্জে প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ

“১৫টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং তিনটিতে অগ্নিসংযোগ করা হয়েছে।”

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2023, 11:55 AM
Updated : 30 Jan 2023, 11:55 AM

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ১৫টি নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং তিনটিতে অগ্নিসংযোগের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন।

চাঁপাইনবাবগঞ্জ শহরের নির্বাচনী কার্যালয়ে আপেল প্রতীকের এই প্রার্থী সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

তিনি বলেন, “রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে সন্ত্রাসীরা পৌর এলাকায় আমার এসব নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।“

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় উল্লেখ না করে তিনি বলেন, “বিষয়টি রাতেই রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। সোমবার লিখিত অভিযোগও দিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ছাড়া তিনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনেরও আশ্বাস দিয়েছেন।”

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।