বরিশালে নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, ৭ দিন পর মামলা

ইউএনও বলেন, “পরিবারটি ভয়ে মামলা করতে চাচ্ছিল না। পরে সাহস দিলে তারা মামলা করেন।”

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 05:16 PM
Updated : 5 March 2023, 05:16 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে সাতদিন পর মামলা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তিনজনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম।

আসামিরা হলেন: মইন গাজী (১৮), রায়হান হাওলাদার (২২) এবং আব্দুল্লাহ গাজী (২৫)। তারা সবাই উপজেলার চর গোপালপুর ইউনিয়নের জালির চর এলাকার বাসিন্দা।

ওসি জানান, ২৬ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটে বলে ওই নারীর স্বামী জানিয়েছেন। তিনি জালিরচর এলাকার বাসিন্দা; ঢাকায় থাকেন।

ওই নারীর স্বামীর অভিযোগ, এলাকার দুই তরুণ তার স্ত্রীকে ধর্ষণের পর মারধর করে। এরপর তার স্ত্রীকে প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। পরে ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

প্রথমে স্থানীয়রা সালিশ মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে। পরে বিষয়টি জেনে উপজেলার নির্বাহী কর্মকর্তা মামলার ব্যবস্থা করেন।

ইউএনও মো. নুরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বিষয়টি জানতাম না। শনিবার একজন জানিয়েছেন। পরিবারটি ভয়ে মামলা করতে চাচ্ছিল না। পরে সাহস দিলে ওই নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।”

আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি মো. শফিকুল ইসলাম।